প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ১১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২০, ৮:৪৪ পি.এম
প্রতিষ্ঠাবার্ষিকীতে উইমেন ই-কমার্স এন্টারপ্রিনিয়রশীপ সামিট করবে “উই”
ডেস্ক রিপোর্টঃ সম্প্রতি এক মিলিয়ন সদস্যের ফেসবুক গ্রুপে পরিণত হওয়া দেশীয় নারীদের আত্মকর্মসংস্থানমূলক সংগঠন উইমেন এন্ড ই কমার্স ফোরাম (উই) এবার তাদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে স্মরনীয় করে রাখতে ২৪ ও ২৫ অক্টোবর ২দিন ব্যাপী " উই সামিটের ঘোষনা দিয়েছে। পুরো আয়োজনটি অনলাইনে অনুষ্ঠিত হবে উই এর ফেসবুক পেইজ এবং গ্রুপে।
সম্প্রতি একটি ওয়েবিনার এবং দশলাখ সদস্য পূর্তির আয়োজনে এ ঘোষনা উঠে আসে। ইভেন্ট পেইজ উদ্বোধনের ওয়েবিনারে সরাসরি যুক্ত হয়েছিলেন মহিলা ও শিশু বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী, বর্তমান সাংসদ মেহের আফরোজ চুমকি।
মেহের আফরোজ চুমকি এমপি বলেন, "উই গ্রুপের মাধ্যমে নারীদের উদ্যোক্তা হবার কথা আমাকে অনুপ্রাণিত করে। আপনাদের কথাগুলো সত্যিই ভীষণ অনুপ্রেরণার, এবারের উই সামিটের আইডিয়া সত্যিই প্রশংসনীয়।"
উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা জানান, "উই সামিটে দেশ এবং দেশের বাইরের উদ্যোক্তা, গবেষক, উদ্যোক্তা উন্নয়ন সম্পর্কিত মানুষজন অতিথি হিসেবে যুক্ত হবেন এবং আমরা পুরো উই এর সবাই সেশনগুলো দেখবো, শিখবো। সবাইকে উই এর এই মহাআয়োজনের পাশে থাকার অনুরোধ থাকলো।"
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.