স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
হুইল চেয়ার উপহার দিয়ে প্রতিবন্ধী মাসুম বিল্লাহের মুখে হাসি ফোটালেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলী।
মাসুম বিল্লাহ মণিরামপুরের উত্তর বাহাদুরপুর গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে।
বৃহস্পতিবার (৪ মে ২০২৩) প্রতিবন্ধী মাসুম বিল্লাহের নিকট হুইল চেয়ার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামকুড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, যুবলীগ নেতা আশিক, আতিয়ার রহমান, কুলটিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা বুরহান হোসেন, জুয়েল হোসেন, মিরাজুল ইসলাম, সাকিব হোসেন প্রমুখ।
উল্লেখ্য ‘সবাই শুধু আশ্বাস দেয়, আজও মেলেনি একটি হুইল চেয়ার’ শিরোনামটি এস এম ইয়াকুব আলীর নজর কাড়ে। তিনি তাৎক্ষনিক প্রতিবন্ধী মাসুম বিল্লাহের একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন।
এ বিষয়ে মাসুম বিল্লাহের পিতা আব্দুল হামিদ গাজী কান্নাজড়িত কণ্ঠে বলেন, এস এম ইয়াকুব আলী ভাই আমার ছেলেকে হুইল চেয়ার কিনে দিয়েছেন তার দীর্ঘায়ু কামনা করছি। তিনি আমাদের কষ্ট মুছে দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.