চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় স্থানীয় পর্যায়ের অংশীজনদের সাথে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ নভেম্বর) সকাল ১০টায় চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে আশরাফ ফাউন্ডেশন আয়োজনে ও লিলিয়ান ফন্ডসের অর্থায়নে এবং সিডিডি-এর কারিগরি সহায়তায় আলোচনা সভায় আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম রাসেল আশরাফ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার। প্রজেক্ট সমন্বয়কারী আশিষ কুমার চ্যাটার্জীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও চৌগাছা ইউনিয়নের প্রশাসক বজলুর রহমান, চৌগাছা সরকারী কলেজের সহকারী প্রোফেসার মারিফুল রহমান শেখ, মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজপলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারী কামাল আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন চৌগাছা মৃধপাড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন, আন্দারকোটা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আয়ুব আলী,স্বরুপদাহ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফজলুর রহমান, মাশিলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শাহিনুর রহমান, কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দিন, বেড়গোবিন্দপুর হাফীজিয়া মাদ্রাসা থেকে হাফিজুর রহমান, পাতিবিলা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেখ মোঃ ওয়ালিউর এবং চৌগাছা কামিল মাদ্রাসার মুহাদ্দিস শহিদুল্লাহ প্রমুখ।
সভায় প্রধান অতিথি শাহিনুর আক্তার বলেন, “চৌগাছা উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী শিশুদের জন্ম নিবন্ধন ফি মওকুফের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে প্রতিটি বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশু-বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সভা শেষে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.