
চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় স্থানীয় পর্যায়ের অংশীজনদের সাথে প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষা বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার,( ১২ নভেম্বর) সকাল ১০টায় চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে আশরাফ ফাউন্ডেশন, লিলিয়ান ফন্ডসের অর্থায়নে এবং সিডিডি-এর কারিগরি সহায়তায়। আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাসেল আশরাফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান। প্রজেক্ট সমন্বয়কারী আশিষ কুমার চ্যাটার্জীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও চৌগাছা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বজলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, স্বরূপদাহ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল কদর। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ সামছুন্নাহার, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর আজাহারুল ইসলাম, পাতিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকলেছুর রহমান, মষম্যপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, মাশিলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা সুলতানা প্রমুখ।
সভায় প্রধান অতিথি তাসনিম জাহান বলেন, “চৌগাছা উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী শিশুদের জন্ম নিবন্ধন ফি মওকুফের উদ্যোগ নেওয়া হবে এবং প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে মায়েদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।” সভা শেষে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

