Type to search

পৌরনির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আ. লীগ-বিএনপির

জাতীয় রাজনীতি

পৌরনির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আ. লীগ-বিএনপির

অপরাজেয় বাংলা ডেক্স

প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে ভোটার উপস্থিতিকে আওয়ামী লীগ সন্তোষজনক বললেও বিএনপির অভিযোগ বেশিরভাগ তথ্যই ভুয়া।

 

পৌরনির্বাচনে ভোটার উপস্থিতি গণতন্ত্রের অগ্রযাত্রা বলে দাবি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দাবি নির্বাচন কমিশনের দেয়া তথ্য ভুয়া। এমনকি বেশিরভাগ ক্ষেত্রেই জনগণ অংশ নেয়নি।

গেলো কয়েকটি নির্বাচনের চেয়ে ২৮ ডিসেম্বর দেশের ২৪টি পৌরসভা নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল বেশি। নির্বাচন কমিশন জানায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটার উপস্থিতি ছিলো ৭০ শতাংশের বেশি। আর ২৩টির মধ্যে আওয়ামী লীগ ১৮টি এবং বিএনপি জয় পায় দু’টিতে।

নির্বাচন কমিশনের দেয়া তথ্য ভুয়া দাবি করে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, পৌর নির্বাচনে জনগণের অংশগ্রহন ছিল না।’

অন্যদিকে, সরকারি বাস ভবন থেকে পাঠানো ভিডিও বার্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, ‘পৌর নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি গণতন্ত্রের অগ্রযাত্রা।’

সূত্র, DBC বাংলা