পূর্ব শত্রুতার জেরে কলা গাছ কর্তন,মন্দির গেটের দরজা ভাংচুর থানায় অভিযোগ

এইচ এম জুয়েল রানা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুরে পূর্ব শত্রুতার জের ধরে কলা গাছ কর্তন,মন্দির গেটের দরজা ভাংচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে মণিরামপুর পৌরসভার ১নং ওয়ার্ডের হাকোবা এলাকায় সাধন কুন্ডুর বসত বাড়ীতে ঘটনা টি ঘটে।
এ ঘটনায় মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত সাধন কুন্ডু। অভিযোগ সূত্রে জানা যায়, মণিরামপুর থানাধীন ৯২ নং হাকোবা মৌজার ২১২৭ নং দাগের ০৭ শতক জমি নিয়ে। প্রতিবেশী কর্তিক চন্দ্র কুন্ডুর ছেলে প্রকাশ কুন্ডু ও রবি কুন্ডুর ছেলে রমেশ কুন্ডুর সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। গত শুক্রবার দিবাগত রাতের আধারে বিমল কুন্ডুর ছেলে, সাধন কুন্ডুর মালিকাধীন বসত বাড়ীর জায়গায় রোপিত ৩৫ টি কলাগাছ কেটে ও পাশে থাকা মন্দির গেটের দরজা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।এই ঘটনায় সাধন কুন্ডু বাদী হয়ে শনিবার মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।সাধন কুন্ডু বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই ঘটনার খবর পেয়ে শনিবার সকালে পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজিম সরেজমিন পরিদর্শন করেন।মণিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।