স্টাফ রিপোর্টারঃ পিরোজপুর জেলার শিকদার মল্লিক ইউনিয়নের চালিতা খালি গ্রামের নং ৯ নং ওয়ার্ডের পাশ দিয়ে বয়ে যাওয়া ভারানী খাল থেকে দিনরাত অবৈধভাবে ড্রেজারদিয়ে খাল থেকে বালু উত্তোলন করছিল একটি প্রভাবশালী কুচক্র মহল। অবৈধভাবে খাল খননের ফলে খালের ২পারে ধরেছে ভাঙ্গন , ভাঙ্গনে ভেঙেছে একটি পারিবারিক কবরস্থানের ৫/৬টি কবর, আরো ফাটল ধরেছে খালের পাশ দিয়ে বয়ে যাওয়া সরকারি কাচা রাস্তা । এ ব্যাপারে গ্রামবাসী স্থানীয় চৌকিদারকে জানালে চকিদার বালু উত্তোলনের বাধা দেয় ।, বালু উত্তোলন কারী বাচ্চু হাওলাদার চৌকিদারকে ধুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে জেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানালে তিনি তার অফিসের তঃসিলদার ভুমি কে ঘটনাস্থল পরিদর্শনে পাঠান। ঘটনাস্থল পরিদর্শন করেছেন০১ সিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা। এ ব্যাপারে গ্রামবাসী জানান রাস্তা ভাঙ্গনের সঠিক সমাধান না হলে তারা মানববন্ধন ও ডিসির বরাবর সারকলিপি পেশ করবেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.