প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৯:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২২, ১০:৪২ পি.এম
পিরোজপুরের ইন্দুরকানীতে ভাইয়ের চোখ উপড়ে নিলো ভাই

পিরোজপুরের ইন্দুরকানীতে বড় ভাই ওবায়দুল খানের (৪৫) চোখ উপড়ে নিয়েছে ছোটো ভাই।
বুধবার (২৯ জুন) রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের পশ্চিম পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পত্তাশী গ্রামের সাহেব আলী খানের ছোট ছেলে আছলাম আলী খান তার বড় ভাই ওবায়দুল খানকে ওই রাত ১০টার দিকে ডেকে নিয়ে প্রথমে রড দিয়ে আঘাত করেন। এতে তিনি আহত হয়ে পড়ে গেলে ওই রড দিয়ে আঘাত করে তার বাম চোখ উপড়ে ফেলে।
এ সময় রডের আঘাতে ওবায়দুলের মুখ বিকৃত হয়ে যায়। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয় ইউপি সদস্য নাজমুল হাসান জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের কারণে দুই ভাইয়ের মধ্যে এ ঘটনা ঘটেছে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.