“পিইডিপি-৪ প্রকল্পের আওতায় “আউট অব স্কুল চিলড্রেন” শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক জেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা”

স্টাফ রিপোর্টার: আজ ১৬ মার্চ ২০২১ উক্ত অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী সৈয়দা ফারহানা কাউনাইন।
“আউট অব স্কুল চিলড্রেন” কর্মসূচিটিকে ঝরে পড়া ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিশুদেরকে দ্বিতীয়বারের মতো সুযোগ করে দেয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনবদ্য অবদান হিসেবে অভিহিত করে মান্যবর প্রধান অতিথি তাঁর বক্তব্যে উক্ত কর্মসূচি বাস্তবায়নকালে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট অংশীজনদের স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার আহবান জানান।