পারিবারিক বিবাদে নোয়াপাড়া গ্রæপের কর্মকর্তা জনিকে হত্যার হুমকি

নওয়াপাড়া অফিস:
পারিবারিক বিবাদে অভয়নগরে নোয়াপাড়া গ্রæপের সেলস্ এন্ড মার্কেটিং অফিসার মিজানুর রহমান জনিকে গুম-হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। থানার অভিযোগ সূত্রে জানা গেছে মিজানুর রহমান জনির ছোট বোন মোসাঃ শবনম জাহান কেয়ার স্বামী মঞ্জুরুল কবির সম্প্রতি মৃত্যু বরণ করেছেন। তার দুটি কন্যা সন্তান রয়েছে। সেই সন্তান ও স্ত্রীর সম্পত্তি বুঝে পাইবার জন্য বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর আবেদন করেছে শবনম জাহান কেয়া। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নেটিশের মাধ্যমে উভয় পক্ষকে শালিশী বৈঠকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু মৃত মঞ্জুরুল কবিরের ভাই বিবাদী শাহনেওয়াজ কবির শাহিন শালিশী বৈঠকে হাজির না হয়ে বিভিন্ন মাধ্যমে মিজানুর রহমান জনি ও তার পরিবারকে অশালীন গালিগালাজ করে এবং ৫ মিনিটের মধ্যে গুম করে প্রণনাশের হুমকি দেয়। এব্যাপারে নোয়াপাড়া গ্রুপের সেলস্ এন্ড মার্কেটিং অফিসার মিজানুর রহমান জনি জীবনের নিরাপত্তা চেয়ে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।