পানিতে দাড়িয়ে ব্যতিক্রমী সংবাদ সম্মেলন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির

মণিরামপুর অভয়নগর সীমান্তে মশিয়াহাটীতে পানিতে দাড়িয়ে ব্যতিক্রমী সংবাদ সম্মেলন করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। বুধবার দুপুর ১২ টায় মশিয়াহাটী কলেজ মাঠে সংগঠনটির যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে জরুরী ভিত্তিতে টিআরএম চালু, আমডাঙ্গা খাল দ্রুত সংষ্কার এবং সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব কবির বিন আনোয়ারসহ সিন্ডিকেটের বিচার করা- এই তিন দফা দাবী পেশ করা হয়। দাবী বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ না করলে ৫ অক্টোবর ভবদহ দিবসে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচী পালনের ঘোষণা দেয়া হয়। এদিকে গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ভবদহ এলাকার শতাধিক গ্রাম। ভেসে গেছে মৎস্য খামার, ফসল, খেলার মাঠ, রাস্তা, বসতি ও উপাসনালয়। ক্ষতি হয়েছে শত শত কোটি টাকার। স্থায়ী জলাবদ্ধতার করাল গ্রাস থেকে ওই এলাকার মানুষের রক্ষা পাওয়ার কোন সঠিক উপায় এখনো বের করা সম্ভব হয়নি। মানবেতর জীবনযাপন করে চলেছে এ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ। পানি বিশেষজ্ঞদের মতে একমাত্র টাইডেল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) ছাড়া এর থেকে উত্তরণের কোন উপায় নেই। এ সময় উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, অধ্যক্ষ অনিল বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক সুকৃতি মন্ডল, প্রকাশ চন্দ্র ধর, মহিরউদ্দিন বিশ্বাস, শেখর চন্দ্র বিশ্বাস, শিবপদ বিশ্বাস, পলাশ বিশ্বাস, সুকৃতি বিশ্বাস,উৎপল বিশ্বাস,,মহির উদ্দিন,রাজু আহমেদ, আজিজুর প্রমুখ।