পাটকেলঘাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নাজমুল হাসান মিঠু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার পাটকেলঘাটা প্রেসক্লাবের নির্বাচন পরবর্তী কমিটির দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আহবায়ক কমিটির আয়োজনে সোমবার (২০ই মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় পাটকেলঘাটা মহসিন মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত পাটকেলঘাটা প্রেসক্লাবের (অস্থায়ী) হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার তালা সার্কেল, মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়, ওসি তদন্তবিশ্বজিত অধিকারী।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মফিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাংবাদিকরা সমাজের দর্পন। আপনারা সমাজের উন্নয়নে কাজ করুন। পাটকেলঘাটা বাজার ধংসের দারপ্রান্তে। বাজার উন্নয়নে সবায় এগিয়ে আসতে হবে। তা না হলে বাজার বিলিন হয়ে যাবে। পাটকেলঘাটা প্রেসক্লাবের স্থায়ী জায়গা নির্ধারণে আপনাদের সাথে থেকে সহযোগিতা করবো। পাটকেলঘাটার দূর্ঘটনা এড়াতে হাইওয়ে স্প্রিডব্রেকার নির্মাণের বিষয় সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া বক্তব্য রাখেন, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি শেখ জহরুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, মাগফুর রহমান জান্টু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, এম এম জামান মনি, প্রভাষক নাজমুল হক, প্রভাষক ইয়াছিন আলী, কুমার ইন্দ্রজিৎ সাধু, বিশ্বজিৎ চক্রবর্তী।
শেষে সকলের উপস্থিতিতে আহবায়ক কমিটির থেকে দায়িত্ব বুঝে নেন নব নির্বাচিত সভাপতি শেখ জহুরুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মোমিনসহ নির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, সাংবাদিক মুজিবুর রহমান।
2