প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৫:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৩, ৯:৫২ পি.এম
পাটকেলঘাটা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জহুরুল সম্পাদক মোমিন

পাটকেলঘাটা প্রতিনিধিঃ
দীর্ঘদিন পর সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।( শুক্রবার ১০মার্চ) সকালে পাটকেলঘাটার পাঁচরাস্তা সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ১১পর্যান্ত ৩৬জন ভোটার প্রশাসনের উপস্থিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় সভাপতি পদে ২৩ ভোট পেয়ে জহুরুল হক ২৮ভোট পেয়ে আব্দুল মোমিন সাধারন সম্পাদক নির্বাচিত হন। এছাড়া নব নির্বাচিত কমিটির সহ- সভাপতি হলেন, দৈনিক সংগ্রামের নাজমুল হক খান, যুগ্ম সম্পাদক দৈনিক সাতনদীর ইন্দ্রজিৎ কুমার সাধু, সাংগঠনিক সম্পাদক দৈনিক খুলনার এম এম মনিরুজ্জামান (মনি), অর্থ সম্পাদক দৈনিক আজকের তথ্যের আব্দুল জলিল, দপ্তর ও প্রকাশনা সম্পাদক দৈনিক সমাজের কাগজের গাজী রোকনুজ্জামান, ক্রিড়া সাহিত্য সাংষ্কৃতিক সম্পাদক দৈনিক সময়ের খবরের আব্দুল্লাহ আল মামুন, কার্যকারী সদস্য দৈনিক ভোরের চেতনার রায়হান হোসেন, দৈনিক লোকসমাজের ইলিয়াস হোসেন, দৈনিক সাতক্ষীরার সকালের আতাউর রহমান, সুপ্রভাত সাতক্ষীরার খায়রুল আলম সবুজ ও দৈনিক স্পন্দনের নাজমুল ইসলাম মিঠু।
নির্বাচনে প্রিজাইটিং কর্মকর্তা ছিলেন, শিক্ষক মফিদুল ইসলাম। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন, মুজিবর রহমান, ফিরোজ কবির, প্রভাষক নাজমুল হক, এবং ইয়াসিন আলী সরদার।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.