পাটকেলঘাটা প্রতিনিধি
খুলনা সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা নামক স্থানে গতকাল সকাল ৭টার দিকে সাতক্ষীরা মাদক দ্রব্য অধিদপ্তর অভিযান পরিচালনা করে এজাহার আলী (৫৫) নামক এক ব্যক্তিকে ২৫০ গ্রাম গাঁজা সহ মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা তাকে হাতে নাতে আটক করে।
জানাগেছে পাটকেলঘাটা দাই পাড়া গ্রামের মৃত ইসমাইল সরদারের পুত্র এজাহার আলী গাঁজা নিয়ে বিনেরপোতা ধান গবেষনা ইন্সটিটিউট এর সামনে ক্রেতার আশার অপেক্ষায় দাড়িয়ে ছিলেন। মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা বিজয় কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এজাহারের শরীর তল্লাসী চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে এজাহারের বিরুদ্ধে মাদক দ্রব্য অধিদপ্তরের আইনে সাতক্ষীরা সদর থানায় ১৬ই এপ্রিল একটি মামলা হয়। যার নাম্বার-৩৩, এদিকে পাটকেলঘাটা যুগীপুকুরিয়া গ্রামের ইয়াকুব আলী প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাপ্পী দত্ত রনি গতকাল সকাল ১১ টার দিকে ভ্রাম্যমান আদালতে তাকে কারাদন্ড দিয়েছে।
জানাগেছে গতকাল রবিবার সকাল ১০ টার দিকে যুগীপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের নিকট প্রকাশ্যে মাদক সেবন করছিল। মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুগীপুকুরিয়া গ্রামের ইয়াছিন আলীর পুত্র ইয়াকুবকে হাতে নাতে আটক করে। পরে তাকে ২০১৮ এর ৪২/১ ধারায় এই দন্ড দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.