প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ৩:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৩, ১০:১৭ পি.এম
পাটকেলঘাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার জীবন নাশের হুমকির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ তালা উপজেলা শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) বিকাল ৫টায় পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাটকেলঘাটা মহাসিন মার্কেট চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান , উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড শেখ আব্দুস সামাদ, তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন,শাহাবুদ্দিন বিশ্বাস, তালার সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় প্রমুখ।
সভায় বক্তারা রাজশাহী জেলা বিএনপি'র নেতা চান্দুননিয়া কর্তৃক দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান করায় তাকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.