প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৭:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৩, ৯:৫২ পি.এম
পাটকেলঘাটায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত

পাটকেলঘাটাপ্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটা কুমিরা ইউনিয়নে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার (২৪জুলাই) দিবাগত গভীর রাতে ইউনিয়নের কুমিরা গ্রামের চারা বটতলা নামক স্থানে মুনছুর সরদার বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।
সূত্রে জানা যায়,বাড়ির দ্বিতীয় তলার ঘরের জানালা কেটে স্বর্ণালঙ্কার,মোটরসাইকেল, নগদ টাকা এবং ৪৫ থেকে ৫০ বস্তা শুকনো হলুদ (প্রায় ৪টন) ডাকাতি হয়।
বাড়ির গৃহিনী তাহেরা বেগম (২৫) বলেন, ডাকাতরা ঘরে ঢুকে আমার স্বামীর চোখ মুখ বেঁধে জীবন নাশের হুমকি দিয়ে আলমারিসহ সব চাবি চাই। জীবনের ভয়ে সব চাবি ডাকাতদের হাতে তুলে দেন তিনি। তারা ঘরে থাকা নগত টাকা,স্বর্ণালঙ্কার এবং একটি হোন্ডা মটরসাইকেলসহ ৫০ বস্তা শুকনো হলুদ নিয়ে যাই। এর আগে বাড়ির সব সিসি ক্যামেরা নষ্ট করে দেয় তারা।
পাটকেলঘাটা থানার নির্বাহী কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন,অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও বলেন ইতিমধ্যে আমরা তিন জনকে আটক করেছি। সেই সাথে আমাদের অভিযান অব্যাহত আছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.