পাটকেলঘাটাযর এস এস সি পরিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাটকেলঘাটা প্রতিনিধি একুশ মে সাতক্ষীরা –
খুলনা মহাসড়কে বিনেরপোতা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পাটকেলঘাটার দুই এসএসসি পরিক্ষার্থী আকাশ ও অংকুর দাশের করুন মৃত্যূ হয়েছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা পাটকেলঘাটা থানার সদরের আব্দুর রউপ গাজীর ছেলে আকাশ ও নিমাই দাশের ছেলে অংকুর দাশ ঘটনার দিন সন্ধ্যার দিকে পালসার মটরসাইকেল যোগে বেড়ানোর জন্য সাতক্ষীরা জেলা শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হয়। এদিন রাত আটটার সময় বাড়ি ফেরার সময় সাতক্ষীরা -খুলনা মহাসড়কের বিনেরপোতা নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক সজ্বোরে তাদের মটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে নিহত দুই ছাত্রের লাশ দর্ঘটনা কবলিত মটরসাইকেলটি উদ্ধার করে। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।