পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল

অপরাজেয়বাংলা ডেক্স: করোনার কারণে ভারতের পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে।
সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘোষণা দিয়ে বলেন, জনমতকে গুরুত্ব দিয়েই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক এ বছর না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কীভাবে হবে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, তা সাতদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।
রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে এ বছর ২১ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় বসতেন। মুলত শিক্ষার্থীদের জীবনে দুই পরীক্ষাই বড়ো পরীক্ষা। ফলে এনিয়ে গত কয়েকদিন ধরেই শিক্ষাপর্ষদের মধ্যে বৈঠক চলছিল। তাদের একাংশের মত ছিল অনলাইনে কোনোভাবে পরীক্ষাটা নেওয়া।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সোমবার বিকেল পর্যন্ত ইমেল এসেছে ৩৪ হাজারের বেশি। তাতে মাধ্যমিক না হওয়ার পক্ষে সাধারণ রাজ্যবাসী মত দিয়েছেন ৭৯ শতাংশ মানুষ। উচ্চমাধ্যমিক না হওয়ার পক্ষে মত পড়েছে ৮৩ শতাংশ।
এরপরই মুখ্যমন্ত্রী সোমবার পরীক্ষা না হওয়ার সিদ্ধান্তে নেন। তবে তিনি নির্দেশ দিয়েছেন, শিক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে যেনো খেয়াল রাখা হয়। সূত্র,বিডি প্রতিদিন