প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৭:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৩, ১২:৪৯ পি.এম
পরিবহনের ধাক্কায় যুবকের মৃত্যু

তালা,সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা -খুলনা মহাসড়কে পরিবহনের ধাক্কা লেগে তরিকুল ইসলাম(২৮) নামে এক যুবকের
প্রানহানী ঘটেছে। রবিবার(১৬এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের পাটকেলঘাটার থানার কুমিরা ইউনিয়নের কদমতলা নামক এলাকায় মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।নিহত ওই যুবক দাদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিহতের চাঁচাতে ভাই তৌহিদুজ্জামান জানান, রবিবার রাতে পাটকেলঘাটা বাজারের একটি হোটেল থেকে বাবার জন্য ভাত নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল তরিকুল। পথিমধ্যে কুমিরা কদমতলায় আসলে ঢাকাগামী সেভেনস্টার পরিবহনের একটি বাস তাকে পিছন থেকে ধাক্কা মারে। এতে সে ছিটকে পরে গুরত্বর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেলে কলেজ হাসাপাতালে পাঠায়।ওই সময়
তার অবস্তার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ ।পরে সেখানে চিকিৎসাধীন অবস্তায় রাত সাড়ে ১১টার দিকে মৃত্যু হয় তরিকুলের।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘাতক বাসটি হাইওয়ে পুলিশ নিয়ে গেছে । তবে চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.