প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২২, ১০:১৯ পি.এম
পরপারে যেদিন কবি- বিলাল মাহিনী

এই হরিতকি-আমলকি
এই আম জাম কাঁঠাল লিচু
ফুলে ফলে ভরে উঠবে
শুধু এই কবি হারিয়ে যাবে
হারিয়ে যাবে দূর পরবাসে
এই ফসলের মাঠ
সিঁড়ি বাধা ঘাট
ঢেউ তোলা নদী বাওড় ঝিল
সাদা বক পানকৌড়ি পদ্মলাল
শুভ্র-কালো মেঘ আকাশ সুনীল, রামধনু
সবই রবে
শুধু এই কবি হারিয়ে যাবে
হারাবে দূর পরবাসে
এই চাঁদ সুরুজ
সবুজ উদ্যান
বাড়ির আঙিনার পুইমাচা
ছাদ বাগানের কামরাঙা ঝাল
ফুলে ফলে ভরা ছাদের মাথা
সবই রবে
শুধু এই কবি হারিয়ে যাবে
হারাবে দূর পরবাসে
যশোরের অভয়া রানীর দেশে
বুড়ি ভৈরবের তীরে
সকিনা আশ্রম, রাহিমিয়াহ মারকাজ
কালাডাক্তার মার্কেটের দোকানপাট
কবির চশমা ছাতা বাইক
সব পড়ে রবে
লেখালেখি যতো যা আছে তাও সবে,
শুধু এই কবি হারিয়ে যাবে
হারাবে দূর পরবাসে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.