Type to search

পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন

আন্তর্জাতিক

পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন

অপরাজেয়বাংলা ডেক্স: পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন। সোমবার দেশটির রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা ও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোয় পদত্যাগ করলেন মুহিউদ্দিন।

২০২০ সালে ক্ষমতা গ্রহণের পর ১৭ মাস দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পদত্যাগের পর টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি জানান, বেশির ভাগ আইনপ্রণেতার প্রতি অবিশ্বাসের কারণে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে পদত্যাগ করলেও তাকে অর্ন্তবর্তী প্রিমিয়ার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দেশটির প্যালেস কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

প্যালেসের পক্ষ থেকে জানানো হয়, এখনই নতুন করে নির্বাচন দেয়া কোন সমাধান নয়।  তাই নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত দেশটির রাজা আল সুলতান আবদুল্লাহ, মুহিউদ্দিনকে অর্ন্তবর্তী প্রধানের দায়িত্ব দিয়েছেন।সূত্র,ডিবিসি নিউজ