প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ২:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ২:৪২ এ.এম
পত্নীতলা ব্যাটালিয়নের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি - নওগাঁর পত্নীতলায় ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন-এর ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে প্রীতিভোজসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক, রাজশাহী সেক্টরের অধীনস্থ বিভিন্ন ইউনিটের অধিনায়কবৃন্দ, নওগাঁর পুলিশ সুপার, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ ব্যাটালিয়নের সব স্তরের কর্মকর্তা ও সদস্যরা।রাজশাহী ভ্রমণ গাইড
৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী কর্মসূচি হিসেবে বিকেলে প্রীতি ভলিবল খেলার আয়োজন করা হয়। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ৮ জানুয়ারি মাহফিল ও দোয়া, কোয়ার্টার গার্ডে পতাকা উত্তোলন এবং অধিনায়কের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ১৯৬৭ সালের ৮ জানুয়ারি চট্টগ্রামের ডবলমুরিংয়ে তৎকালীন ইপিআরের ১৪তম উইং হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ ব্যাটালিয়ন দেশমাতৃকার সীমান্ত রক্ষাসহ সরকার অর্পিত সকল দায়িত্ব সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে আসছে। মহান মুক্তিযুদ্ধে এই ব্যাটালিয়নের ৩৫ জন এবং ১৯৮৪ সালে পার্বত্য চট্টগ্রামের মারিশ্যায় দায়িত্ব পালনকালে আরও ২ জনসহ মোট ৩৭ জন সদস্য শাহাদাৎ বরণ করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.