মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি-
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মো. রুহুল আমিন (৩২) নামে পুলিশের এএসআই নিহত হয়েছেন। শনিবার রাত আনুঃ পৌনে ১১টায় নজিপুর-সাপাহার সড়কের কঞ্চিপুকুর এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন জয়পুরহাট জেলার ভূটিয়াপাড়া এলাকার আটঠোকা গ্রমের আলতাফ হোসেন ছেলে। তিনি পত্নীতলা থানায় এএসআই হিসেবে কমর্রত ছিলেন।
স্থানীয়রা ও পত্নীতলা পুলিশ সুত্রে জনাগেছে, শনিবার রাত আনুঃ পৌনে ১১টায় উপজেলার মধইল বাজার এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে পত্নীতলা থানায় আসার সময় ঘন কুয়াশার কারণে নজিপুর-সাপাহার সড়কের কঞ্চিপুকুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে যাওয়া দ্রæতগামী একটি ট্রাকটরের সাথে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবের সাথে যোগাযোগ করা হলে তিলি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহত রুহুল আমিনের মৃতদেহ পুলিশ উদ্ধার করে রবিবার নওগাঁ মর্গে প্রেরণ করেছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.