মিজানুর রহমান, পত্নীতলায় (নওগাঁ) প্রতিনিধি-
পত্নীতলায় উপজেলার আমিনাবাদ এলাকার এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষকের নাম আরফান হোসেন (২৪)। সে পার্শ্ববর্তি উপজেলা মহাদেবপুর উত্তর ঈশ্বরপুর এলাকার আব্দুল হামিদের ছেলে।
জানাগেছে, আমিনাবাদ দারুল উলুম ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্র বাড়িতে এসে মা-বাবাকে মাদ্রাসার ঐ শিক্ষকের কুকর্মের কথা জানালে সমস্ত ঘটনা শুনে শিশুটির বাবা বাদী হয়ে পত্নীতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করে। মামলা নং-২৭, তাং-৩০/১২/২০২২ইং।
এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষক আরফান শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে, তার বিরুদ্ধে নিয়মিত মামলা করে আাদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.