মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি-
পত্নীতলায় উপজেলার আমাইপুকুর গ্রামে ভাতিজা আহমেদ খালিফ মারিমের হাসুয়ার আঘাতে চাচা আমিনুর রহমান বাবু গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
জানাগেছে রবিবার উপজেলার আমাইপুকুর গ্রামের খালের অদ‚রে অচেতন অবস্থায় আমিনুর রহমানকে বাড়ির লোকজন স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে পতœীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
আমিনুর রহমানের বড় ভাই মাহফিজুর রহমানের সাথে যোগাযোগ করলে জানা যায় সরিষা খেতে পানি প্রবেশ করা নিয়ে কথা কাটাকাটির জেরে আহমেদ খালিদ মারিম তার চাচা আমিনুর রহমান বাবুকে হাসুয়া দিয়ে কোপ দেয়। গাল, বুক এবং বাম হাতের তর্জনী আঙ্গুলে কামড় দেয়। তার কামড়ে তর্জনী আঙ্গুল শরীর থেকে বি”িন্ন হয়ে পড়ে। অচেতন অবস্থায় আমিনুর রহমানকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার বড় ভাই মাহফুজুর রহমান সহ স্থানীয়রা।
বড় ভাই মাহফিজুর রহমান বলেন ১০-১৫ দিন আগেও আমিনুর রহমানকে তারা হামলা করে লাঠিপেটা করে। এ ব্যাপারে পত্নীতলা থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে বড় ভাই মাহফিজুর রহমান জানান।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.