Type to search

পত্নীতলায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত

অন্যান্য

পত্নীতলায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত

মিজানুর রহমান, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এ্যান্ড হসপিটাল নওগাঁর আয়োজনে ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় পত্নীতলা সহযোগীতায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার “আপনার চোখকে ভালো রাখুন” এই শ্লোগানকে সামনে রেখে র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মাকসুদ ইসলাম সিয়াম, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এ্যান্ড হসপিটাল নওগাঁর জুনিঃ অপটেেিমট্রিস ডাঃ স্বরূপ মন্ডল, ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এ্যান্ড হসপিটাল নওগাঁর সি.অর্গানাইজার জাহাঙ্গির আলম, পত্নীতলা উপজেলা জাতীয় পার্টি সাঃসম্পাদক আজগর আলী, ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এ্যান্ড হসপিটাল নওগাঁর কমিউনিটি মবিলাইজার জাহিদ আলম, প্রশান্ত কুমার, মামুনুর রেজা, আবু তালেব, সাংবাদিকবৃন্দ, সুধীজন প্রমুখ।

উল্লেখ্য দৃষ্টি সম্পর্কে সচেতনতার জন্য প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার পালিত হয় বিশ্ব দৃষ্টি দিবস। এরি ধারাবাহিকতায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।