মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি-
বর্ডার গার্ড বাংলাদেশ (১৪ বিজিবি) পত্নীতলা ব্যাটালিয়ন এর আয়োজনে বিজিবি দিবস/২২ উদ্যাপন উপলক্ষে খেতাব প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা/উত্তরাধিকারীদের সংবর্ধনা এবং কেক কাটা শেষে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (১৪ বিজিবি) পত্নীতলা ব্যাটালিয়নের কার্যালয়ে ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) লেঃকর্নেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে দিবসের শুভ সূচনা করার পর খেতাব প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা/উত্তরাধিকারীদের অতিথিবৃন্দ সংবর্ধনা প্রদান করেন। এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ, পত্নীতলা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দীন, বীরমুক্তিযোদ্ধাগণ, কর্মকর্তা, সুধীজন প্রমুখ। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.