Type to search

পত্নীতলায় ক্ষুদ্র ঋণের চেক বিতরন

জাতীয়

পত্নীতলায় ক্ষুদ্র ঋণের চেক বিতরন

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় উপজেলা মহিলা বিষয়ক আধিদপ্তরের আয়োজনে উপজেলার ২০টি হতদরিদ্র পরিবারের মাঝে ৫ লক্ষ ৬০ হাজার টাকার ক্ষুদ্র ঋণের চেক বিতরন করা হয়েছে ।
বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ পপি খাতুন উক্ত চেক ঋণ গ্রহিতাদের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়ায়েব খান, পরিসংখ্যান অফিসার সুরঞ্জিত কর সুজন, জাইকা কর্মকর্তা রাইহানুল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী,  ঋণ গ্রহিতাদের পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ।