প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ১১:৫২ পি.এম
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি - নওগাঁর পত্নীতলায় পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় নজিপুর নওগাঁ সড়কের ব্র্যাক অফিসের সন্নিকটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী আঃ করিম (৩২) এর বাড়ি উপজেলার রঘুনাথপুর গ্রামে। সে পেশায় একজন মাইক্রো ড্রাইভার।
পত্নীতলা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় স্থানীয় গ্যারেজের মালিক পলাশের মোটরসাইকেলে চড়ে মহাদেবপুরের দিক থেকে নজিপুর আসার পথে নওগাঁ সড়কের ব্র্যাক অফিসের সন্নিকটে একটি পিকাপ তাদের পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় গুরুতর অবস্থায় মোটরসাইকেল আরোহী আঃ করিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পত্নীতলা থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানা গেছে ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.