প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৪:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৩, ৫:২৪ পি.এম
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু।

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি - পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার সকালে নজিপুর - সাপাহার সড়কের মধইল পল্লীবিদ্যুৎ এর সান্নিকটে এক বাই সাইকেল আরোহীকে গরু বোঝাই ভূটভূটির ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
জানা গেছে উপজেলার দিবর ইউপির খান্দই গ্রামের আব্দুল জব্বারের পুত্র হারুন (৬০) সকালে বাড়ি থেকে বাই সাইকেল যোগে কর্মস্থল মধইল বাজারে যাবার সময় মধইল পল্লীবিদ্যুৎ এর সান্নিকটে আসলে একটি গরু বোঝাই ভূটভূটির তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাই সাইকেল আরোহী হারুনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ দেব নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.