প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৭:২২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৬:২৯ পি.এম
পত্নীতলায় যুবকের মৃতদেহ উদ্ধার

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি - নওগাঁর পত্নীতলায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের নাম সুমন হোসেন (২৫)। এদিকে সুমন হত্যার বিচারের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ করেছেন সাধারণ ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।
নিহত সুমন নজিপুর বাসস্ট্যান্ড সিএন্ডবি মসজিদ মার্কেটের সুমন কম্পিউটার এর সস্বত্বাধিকারী এবং নজিপুর সরকারি কলেজের ডিগ্রী ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন। তিনি মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের উত্তর বিলছাড়া (চকপাড়া) গ্রামের মৃত ময়েন উদ্দীনের ছেলে ।
জানাগেছে, রবিবার রাতে নাদৌড় গ্রামীণ সড়কের পাশে সুমনকে গাছের সঙ্গে বাধা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এঘটনায় সোমবার দুপুরে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্তরে সাধারণ ব্যবসায়ী ও নজিপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ করেন। এতে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে সুমন হত্যার সাথে জড়িতদের দ্রুত আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ উক্ত যুবকের মৃত দেহ উদ্ধার করে সোমবার নওগাঁ মর্গে প্রেরণ করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগের প্রস্তুতি চলছিল বলে জানাগেছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.