Type to search

পত্নীতলায় টাকা ও মোবাইল ফোন ছিনতাই, থানায় অভিযোগ দায়ের।

অপরাধ

পত্নীতলায় টাকা ও মোবাইল ফোন ছিনতাই, থানায় অভিযোগ দায়ের।

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি –
পত্নীতলায় অবসরপ্রাপ্ত শিক্ষকের ভ্যান আটকিয়ে প্রকাশ্য দিবালোকে মারপিট করে টাকা ও মোবাইল ফোন ছিনতাই ঘটনায় শিক্ষকের  থানায় অভিযোগ দায়ের।
অভিযোগ সুত্রে  জানাগেছে উপজেলার বিষ্টপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সঙ্গীত শিল্পী ময়েন উদ্দিন আহমেদ গত ২৮মে পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ফেরার পথে নজিপুর সরকারি গোরস্থানের সন্নিকটে রাস্থায় তিন জন মোটরসাইকেল  আরোহী ময়েন মাষ্টার এর ভ্যান আটকিয়ে তাকে মারপিট করে এবং তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় ময়েন মাষ্টার ঐ তিন জনের নাম উল্লেখ পূর্বক পত্নীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত তিনজন হলেন – এমদাদুল হক ইমন, আবু হেনা মোস্তফা কামাল (হেনা) ও সোহরাব হোসেন।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব এর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের কথা নিশ্চিত করে জানান অভিযোগটি তদন্ত সহ পরবর্তী কার্যক্রম অব্যাহত রয়েছে।