প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৭:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১০:৪১ এ.এম
পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি - নওগাঁর পত্নীতলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ নওগাঁ ২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ৩টায় সুজন-সুশাসনের জন্য নাগরিক পত্নীতলা উপজেলা কমিটির আয়োজনে নজিপুর সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুজন পত্নীতলা উপজেলা কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মোহাম্মদ শামসুজ্জোহা খান ও আমার বাংলাদেশ পার্টি মনোনীত মোঃ মতিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রার্থীরা নিজ নিজ দল এবং এলাকার জন্য তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
সভায় সাধারণ জনগন এলাকার উন্নয়নের স্বার্থে প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন।
জনগণের মুখোমুখি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সুজন কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোকসেদ আলী, পত্নীতলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সমন্বয়কারী সাজেদুর রহমান দুলাল, জয়নাল আবেদীন, সুজনের সমন্বয়কারী মিজানুর রহমান ও আসির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রার্থীদের ভোটাধিকার প্রদান, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান, সংস্কারের স্বপক্ষে গণভোট প্রদান বিষয় বিশেষ গুরুত্ব পায়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.