প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ৩:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ১:১৩ পি.এম
পত্নীতলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি - নওগাঁর পত্নীতলায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন’র সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রোল্লাদ কুমার কুন্ডু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহিম, কৃষি অফিসার কৃষিবিদ সোহারাব হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ-আল মামুন, প্রথমিক শিক্ষা অফিসার তৃৃষিত কুমার চৌধুরী, সমাজসেবা অফিসার ফিরোজ আল-মামুন, পরিসংখ্যান অফিসার সুরঞ্জিত কর সুজন, মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মশিউর রহমান প্রমুখ।
এসময় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ২শ জন কৃষকের মাঝে মাসকালাই বীজ-৫ কেজি, এম.ও.পি-৫ কেজি এবং ডি.এ.পি-৫ কেজি এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য ৯ জন কৃষকের মাঝে ৯ টি এয়ার ফ্লো মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.