নড়াইল প্রতিনিধি
নড়াইল-১ আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোট বর্জন করলেন ওয়ার্কার্স পার্টির (হাতুড়ি) প্রতিকের প্রার্থী নজরুল ইসলাম।
রোববার (৭ জানুয়ারি) বেলা ৩টার দিকে নির্বাচন বর্জন করার ঘোষণা দেন তিনি। এ নির্বাচন বাতিল করে আবার নির্বাচনের দাবি করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
ওয়ার্কার্স পাটির প্রার্থী নজরুল ইসলাম বলেন, রোববার দুপুর ১২টা পর্যন্ত আসনের বিভিন্ন কেন্দ্রে ভোট সুষ্ঠুভাবে গ্রহণ করা হলেও পরবর্তীতে এজেন্টদের নৌকা প্রতীকের সমর্থকরা বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মারা শুরু করে। এক্ষেত্রে প্রিসাইর্ডিং অফিসাররাও তেমন কোনো ভূমিকা পালন করেননি। এসব অভিযোগ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাফুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান এবং ভ্রাম্যমাণ টিমকে জানানো হলেও কোন পতিকার মেলেনি।
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, অভিযোগ সত্য নয়। কয়েকটি অভিযোগ পাওয়ার পর আমরা ব্যবস্থা নিয়েছি। ওয়ার্কার্স পাটির সাংগঠনিক অবস্থা দুর্বলতার কারণে অধিকাংশ কেন্দ্রে এজেন্টই দিতে পারেনি। সুষ্ঠু পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.