Type to search

নড়াইল সরকারি মহিলা কলেজে জমি অধিগ্রহণ সম্পন্ন

নড়াইল

নড়াইল সরকারি মহিলা কলেজে জমি অধিগ্রহণ সম্পন্ন

নড়াইল  প্রতিনিধি

নড়াইল জেলার নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ নড়াইল সরকারি মহিলা কলেজে ৭৯ শতাংশ জমি অধিগ্রহণ,সীমানা নির্ধারন এবং হস্তান্তর সুসম্পন্ন হয়েছে। ২৯/৪/২০২৫ খ্রি. তারিখ বেলা ১২ টায়  আনন্দঘন পরিবেশে জমি হস্তান্তর ও সীমানা নির্ধারনে উপস্হিত ছিলেন ভূমি অধিগ্রহন কর্মকর্তা ও সহকারী কমিশনার  সন্জয় ঘোষ, কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ কুমার ভৌমিক, সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ(সাবেক) এস এম নজরুল ইসলাম, আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মনির মল্লিক, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর  মোঃ শহীদ লতিফ এবং উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ রবিউল ইসলাম,  সাংবাদিক হাফিজুল নীলু,আল আমিন সহ কলেজের শিক্ষার্থী,  কর্মচারী ও শিক্ষকবৃন্দ।
প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ  এস এম নজরুল ইসলাম বলেন, শুরু হতে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ কলেজটি একটি সম্মানজনক স্হানে এসে পৌঁছেছে। কলেজের শুরু হতে সকল উন্নয়নমূলক কাজে তিনি সংশ্লিষ্ট ছিলেন বলে জানান।
সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ  মাহবুবুর রহমান জানান, অত্র কলেজে যোগদানের পর হতে তিনি কলেজের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জোর চেষ্টা শুরু করেন এবং তারই ধারাবাহিকতায় জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেন। অনেকগুলি ধাপ এবং প্রক্রিয়া শেষে জমি অধিগ্রহণ সুসম্পন্ন হওয়ায় তিনি অনেক বেশী আনন্দিত।
কলেজের সাবেক শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ নাজমুল হুসাইন রনি বলেন, নিজ জেলার এবং সাবেক কর্মস্থলের এমন উন্নয়নমূলক কাজের শুরু হতে শেষ পর্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পেরে তিনি গর্বিত।
জমি অধিগ্রহণ কমিটির সদস্য মাহমুদুর রহমান বলেন, নীরলস শ্রমের ফসল আজকের এই জমি অধিগ্রহণ।
কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ কুমার ভৌমিক মাউশি, শিক্ষা মন্ত্রণালয়, জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অধিগ্রহণকৃত জমিতে প্রাচীর এবং আধুনিক ভবন নির্মিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।