নড়াইল সরকারি ভিক্টারিয়া কলেজের পুরাতন ভবন সংস্কারের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি||
নড়াইল সরকারি ভিক্টারিয়া কলেজের প্রথম ভবন(গ্যালারি) সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এ কাজের উদ্বোধন করেন প্রততত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন। এসময় বক্তব্য রাখেন নড়াইল সরকারি ভিক্টারিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর খান মো: সাহাবুদ্দিন, নড়াইল সরকারি ভিক্টারিয়া কলেজের সাবেক ছাত্র হাফিজ খান মিলন। এসময় প্রততত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের সহকারী পরিচালক গোলাম ফেরদৌস, সহকারী প্রততাত্ত্বিক প্রকোশলী হাসানুল হাবিব, উপ-সহকারী প্রকোশলী জাকারিয়া।