Type to search

নড়াইল শ্রমিক দলের আহবায়কসহ গ্রেফতার-২

নড়াইল

নড়াইল শ্রমিক দলের আহবায়কসহ গ্রেফতার-২

 

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় জাতীয়াতাবাদী বিএনপির শ্রমিক দলের আহবায়কসহ দু’জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নাশকতার মামলায় আটক দেখিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩০ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার নলদী ইউপির নলদী গ্রামের মৃত সামসু মোল্যার ছেলে নড়াইল জেলা শ্রমিক দলের আহবায়ক সাইদুজ্জামান আমল (৪৬) ও লোহাগড়া পৌর শহরের কচুয়াবাড়ী গ্রামের হান্নান শেখের ছেলে ছাত্রদল নেতা ইব্রাহিম শেখ (২৩) কে গ্রেফতার করা হয়।

এব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত দু’জন নেতাকে নাশকতার মামলায় আটক দেখিয়ে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।