নড়াইল প্রতিনিধি
নড়াইল মুক্ত আন্দোলনের সম্মুখ যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন
রানা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি------------রাজেউন) মৃত্যকালে তার
বয়স হয়েছিল ৮০ বছর। শুক্রবার (২৪ মার্র্চ) রাত ২টার দিকে তিনি জেলার
পেড়লি ইউনিয়নের খড়রিয়া গ্রামের নিজ বাড়িতে মৃত্যবরণ করেন।
শনিবার জোহর নামাজের পর তার জানাজা শেষে খড়রিয়া গ্রামের মোল্যা পাড়া
গোরস্থানে দাফন করা হয়েছে। দাফনের আগে পেড়লি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই
খায়রুলের নেতৃত্বে একদল পুলিশ এই বীর যোদ্ধাকে রাষ্ট্রীয়ভাবে সালাম
প্রদান করেন। এ সময় কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান,
মুক্তিযোদ্ধা ও এলাকার গণমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৃত্যকালে
তিনি স্ত্রী ২ পুত্র ও ২ কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর নড়াইল পাকিস্তানী হানাদার মুক্ত হয়।
এদিন পাক বাহিনীর বিরুদ্ধে যে’কজন যোদ্ধা সামনের কাতারে থেকে নেতৃত্ব
দিয়েছিলেন তাদের মধ্যে রানা ছিলেন অন্যতম।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.