নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল প্রেসক্লাবের নব গঠিত আহবায়ক কমিটির সাথে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মাগরিব নামাজ পর জামায়াতে ইসলামীর নিজস্ব সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা আমীর অ্যাড. আতাউর রহমান বাচ্চু। এ সময় নড়াইল প্রেসক্লাবের নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দদেরকে ফুল ও ডায়েরী দিয়ে বরণ করে নেন জেলা জামায়াতে আমীর অ্যাড. মো. আতাউর রহমান বাচ্চু ও সেক্রেটারী মো. ওবায়দুল্লাহ কায়সার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের নব গঠিত কমিটির আহবায়ক অ্যাড. আব্দুল হক, সদস্য সচিব এম এম মাহবুবুর রশীদ লাবলু, বাংলাভিশনের নড়াইল প্রতিনিধি তারিকুজ্জামান লিটু, চ্যানেল ২৪ ও কালের কন্ঠের সাইফুল ইসলাম তুহিন, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, একাত্তর টিভির মো. আজিজুল ইসলাম, যায়যায় দিনের স্টাফ রিপোর্টার মোঃ আল আমিন প্রমুখ। এ সময় জেলা জামায়াতের সহ সেক্রেটারী মো. আইয়ুব হোসেন খান, জেলা যুব ও ক্রীড়া, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. খিয়াম উদ্দিন, জেলা মানব সম্পদ ও ভিন্ন ধর্মালম্বী সম্পাদক মো. হেমায়েতুল হক হিমু, সাংবাদিক মুনীর চৌধুরী, জহির ঠাকুর, মোস্তফা কামাল, খায়রুল আরেফিন রানা, সুলতান মাহমুদ, রাজু আহম্মেদ রাজীব, ইমরান হোসেন, মো. নুরুন্নবী সামদানী, মো. সামিরুল ইসলাম, মো. মশিউর রহমান উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতে আমীর অ্যাড. আতাউর রহমান বাচ্চু বলেন, সাংবাদিকদের সৃজনশীল লেখনীর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নড়াইলকে সামনের দিকে এগিয়ে নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বোচ্চ সহযোগিতা করবে। তিনি নড়াইলবাসীর সার্বিক উন্নয়ন ও সাংবাদিক মহলসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের পাশে থাকবে
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.