প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৩, ৫:২৮ পি.এম
নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
মাদক ব্যবসায়ের সাথে জড়িত আবুল কালাম শেখ (৩২) ও সিরাজুল ইসলাম ওরফে সাহেব আলী (৩৫) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আবুল কালাম কালিয়া থানার কলিমন গ্রামের মৃত লায়েক হোসেনের ছেলে এবং সিরাজুল ইসলাম একই গ্রামের মৃত সৈয়দ আহম্মদ মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান,
সোমবার (২৪ জুলাই) রাতে কালিয়া থানাধীন কলিমন গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে একশত চল্লিশ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.