নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর বাড়ি ও গাড়ী পুড়িয়ে দেওয়া, ভাংচুর, মূল্যবান কাগজপত্র ও আসবাবপত্র লুটের ঘটনায় জ্ঞাত ১০সহ অজ্ঞাত ২০০-৩০০ জনের বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে মামলা হয়েছে। সদর আমলি আদালতের বিচারক মোঃ মেহেদী হাসান মামলাটি আমলে নিয়ে নড়াইল সদর থানার ওসিকে আগামি মে মাসের ২৮ তারিখের মধ্যে বিষয়টির তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলাটি করেছেন নিজাম উদ্দিন খান নিলুর ম্যানেজার মৃদুলা ইন্টারন্যাশনাল নড়াইল শাখার ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে তিনি এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন সদরের চন্ডিতলা গ্রামের সাহেদ খাঁ ও তার ভাই রাজু খাঁ, শহরের কুড়িগ্রাম এলাকার শান্ত, সাধনা বেগম, নারগিস বেগম, বিপ্লব প্রামানিক, শহরের বেতবাড়িয়া এলাকার প্রদীপ বিশ্বাস, জয় বিশ্বাস, সদরের কলোড়া গ্রামের সবুর মোল্যা ও শর্ফ মোল্যা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিজাম উদ্দিন খান নিলু মৃদুলা ইন্টারন্যাশনালের মালিক। ৫ আগস্ট আসামিরা নিজাম উদ্দিন খান নিলুর বাড়ি প্রবেশ করে বাড়ি ও দু’টি গাড়ী ভাংচুর ও পুড়িয়ে দেওয়াসহ লাইসেন্সকৃত অস্ত্র,ব্যবসায়িক ও জমিজমার বিভিন্ন কাগজপত্র পুড়িয়ে ফেলে। এতে কমপক্ষে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এসব ঘটনা বাদির সামনেই ঘটে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মোঃ সাজেদুল ইসলাম বলেন, যেহেতেু বৃহস্পতিবার মামলা হয়েছে সেজন্য আদালতের আদেশ আসলে দু’একদিন সময় লাগবে। আদেশ হাতে পেলে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.