নড়াইল ও কালিয়ায় ভোটগ্রহণ শুরু হয়েছে

অপরাজেয় বাংলা ডেক্স
সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন নৌকা প্রতিকের প্রার্থী আঞ্জুমান আরা। জয়ের ব্যাপারে আশাবাদী আঞ্জুমান আরা বলেন, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হবে।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র্যাব স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করছে। এছাড়া পুলিশ, আনসার ও ভিডিপি নির্বাচনী ভোটকেন্দ্রে নিয়োজিত রয়েছেন।
নড়াইল পৌরসভায় মেয়র পদে আঞ্জুমান আরা ছাড়াও ধানের শীষের জুলফিকার আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পাখা প্রতিকের প্রার্থী মাওলানা খায়রুজ্জামান এবং কালিয়া পৌরসভায় মেয়র পদে নৌকার প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরা, মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী, বর্তমান মেয়র চামচ প্রতিকে ফকির মুশফিকুর রহমান লিটন এবং শীষের ওয়াহিদুজ্জামান মিলু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইতোমধ্যে বিদ্রোহী প্রার্থী নড়াইল পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জগ প্রতিকের সরদার আলমগীর হোসেন আলম নৌকাকে সমর্থন করে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন।
এ নির্বাচনে নড়াইল পৌরসভায় মেয়র প্রার্থী- ৪ জন, সংরক্ষিত মহিলা কমিশনার ১১,সাধারণ কমিশনার-৩৯। কালিয়া পৌরসভায় মেয়র প্রার্থী ৩ জন, সংরক্ষিত মহিলা কমিশনার ৯, সাধারণ কমিশনার ৩২। নড়াইল পৌরসভায় মোট ভোটার ৩৪ হাজার ৩১৩, ( পুরুষ- ১৬,৭০৪ ও মহিলা-১৭,৬০৯), মোট ওয়ার্ড ৯টি, মোট সংরক্ষিত ওয়ার্ড ৩টি। সূত্র, সুবর্ণভূমি