নড়াইল অটিস্টিক শিশুদর ক্রীড়া প্রতিযাগিতা

নড়াইল প্রতিনিধি
নড়াইল অটিস্টিক শিশুদর অংশগ্রহণ ক্রীড়া প্রতিযাগিতা অনুষ্ঠিত হয়ছ। জলা ক্রীড়া অফিসর আয়াজন শনিবার (২০ জানুয়ারি) দুপুর শিল্পকলা একাডমি চত্বর এ উৎসব অনুষ্ঠিত হয়।
জলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানর সভাপতিত্ব অনুষ্ঠান প্রধান অতিথি ছিলন-জলা প্রশাসক মাহাম্মদ আশফাকুল হক চধুরী।
বিশষ অতিথি ছিলন-নির্বাহী ম্যাজিস্ট্রট রাকিবুল ইসলাম, জলা ক্রীড়া সং¯ার অতিরিক্ত সাধারণ সম্পাদক কষ্ণপদ দাস, সিকদার মতিয়ার রহমান পানুসহ অনক।
ক্রীড়া আনদ উৎসব অংশগ্রহণকারী ৪৫ জন অটিস্টিক শিশুক পুর¯ত করা হয়। ক্রীড়া পরিদপ্তরর বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় নড়াইল সদর উপজলার অটিস্টিক শিশু শিক্ষার্থীরা বিভিন খলায় অংশগ্রহণ কর।