এদিকে রাজিবের বাবা আজম বলেন, রোববার রাত ৩টার দিকে কুকুর ডাকার শব্দে ঘুম ভেঙ্গে দেখতে পাই আমাদের পোল্টি মুরগির খামারে আগুন জ্বলছে। প্রতিবেশিদের ডেকে আগুন নেভানোর চেষ্টা করি। তার আগে সব পুড়ে গেছে। এ সময় ৩ থেকে ৪জনকে দৌঁড়ে পালিয়ে যায়। শক্রতাবশত কেউ আগুন দিতে পারে।
ভুক্তভোগী খামার মালিক রাজিব খান বলেন, আমি বড়দিয়া এলাকায় ভাড়া বাসায় থাকি। আগুন লাগার খবর পেয়ে বাড়িতে এসে দেখি সব মুরগি পুড়ে গেছে।
নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে। আবার কেউ শত্রুতাবশত আগুন দিতে পারে। দু’টি বিষয় সামনে রেখে আমরা তদন্ত করছি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.