নড়াইলে হৃদরোগে আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যান ও কলেজ শিক্ষকের মত্যু মাশরাফির শোকবার্তা

নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার ১ নং মাইজপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান (ইউপি) চেয়ারম্যান জসিম মোল্যা (৩২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের নিজ বাড়িতে বুকে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একটি ছেলে ও একটি মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার রাত ৮ টায় মাইজপাড়া ইউনিয়নের তারাশি মাদরাসার মাঠে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ইউপি চেয়ারম্যান জসিম মোল্যার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।
শোক বার্তায় মাশরাফি লিখেছেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, নড়াইল সদরের (আমার গ্রামের বাড়ি) মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম মোল্যা আজ স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং প্রয়াত চেয়ারম্যানের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।
উল্লেখ্য, গত ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নে প্রথমবারের মত চেয়ারম্যান নির্বাচিত হন জসিম মোল্যা।
এদিকে নড়াইল সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আমজাদ হোসেন (৬৪) মত্যুবরণ করেছেন। সোমবার (৫ ফব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জেলা হাসপাতালে মারা যান তিনি। এর আগে শহরের ভওয়াখালীর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। জোহর নামাজ শেষে নড়াইলের দুর্গাপুর এলাকায় শাহাবাদ মাজিদিয়া মহিলা মাদরাসা এলাকায় আমজাদ হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আসর নামাজ বাদ গ্রামের বাড়ি নড়াইলের জুড়ালিয়ায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
আমজাদ হোসেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে চাকরি থেকে অবসরগ্রহণ করেন। তার মত্যুতে নড়াইল সরকারি মহিলা কলেজের শিক্ষক-কর্মচারীরা শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।