প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৯:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ২:৩২ এ.এম
নড়াইলে হত্যা মামলায় ২২বছর পর দুই সহোদরের যাবজ্জীবন কারাদন্ড

নড়াইল প্রতিনিধি
নড়াইলে চাঞ্চল্যকর সাহেব আলী ফকির হত্যা মামলায় সহোদর দুই ভাই খলিল ফকির ও মারুফ ফকিরকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ৬মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত দায়রা জজ-২য় আদালতের বিচারক মোঃ শাজাহান আলী জনাকীর্ন আদালতে এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিডিউটার (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু।
সাজাপ্রাপ্ত আসামী খলিল ফকির ও মারুফ ফকির জেলার কালিয়া থানার রাজাপুর গ্রামের মৃত শাহাদত ফকির ওরফে শাহা ফকিরের ছেলে। রায় ঘোষণার সময় আসামী খলিল ফকির আদালতে উপস্থিত থাকলেও অপর আসামী হাজির ছিলেন না।
মামলার বিবরনে জানা যায়, ২০০২ সালের ১৯ অক্টোবর সকালে কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের সাহেব আলী ফকিরকে তার চাচা ও চাচাতো ভাইয়েরা ভেলা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মামা আজিজুর বিশ্বাস বাদী হয়ে ১৩জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। বিচারিক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুজনকে যাবজ্জীবন কারাদন্ড ও অথদন্ডাদেশ দেন। মামলার অন্যান্য আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করেন।###
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.