Type to search

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থী বন্ধু নিহত

নড়াইল

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থী বন্ধু নিহত

নড়াইল প্রতিনিধি
নড়াইলের মাইজপাড়া-বুনাগাতি সড়কের গড়েরহাট মাদরাসা এলাকার সামনে সড়ক
দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ
দুর্ঘটনা ঘটে।
সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জসিম মোল্যা
সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-মোটরসাইকেল চালক নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের কল্যাণখালী
গ্রামের মহব্বত মোল্যার ছেলে বাঁধন (২০) এবং হবখালী ইউনিয়নের কমখালী
গ্রামের পলাশ মোল্যার ছেলে মেহেদী হাসান (২০)।
এর মধ্যে বাঁধন যশোর বিসিএমসি কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষ
এবং মেহেদী মাইজপাড়া ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের
শিক্ষার্থী। তারা মোটরসাইকেলযোগে মাইজপাড়া থেকে বুনাগাতির দিকে যাওয়ার
পথে ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এর
মধ্যে বাঁধন মোল্যা যশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মেহেদী দুর্ঘটনার
কিছুক্ষণ পর মারা যান।