প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৪:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৫, ৭:৫৩ পি.এম
নড়াইলে সড়ক দুর্ঘটনায় হুসাইন নামের শিশু নিহত

নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার বড়গাতি এলাকায় সড়ক দুর্ঘটনায় হোসাইন শেখ (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার (৩ মে) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হোসাইন বড়গাতি গ্রামের রমজান শেখের ছেলে এবং শুভারঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে হোসাইন শেখ বাড়ির পার্শ্ববর্তী নাসিরের দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ধান পরিবহনের একটি পাওয়ার টিলার তাকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুজ্জামান মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.