নড়াইল প্রতিনিধি||
নড়াইলে ‘স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।আঞ্চলিক তথ্য অফিস, খুলনা ও জেলা প্রশাসন,নড়াইলের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা পিআইডি’র উপ-প্রধান তথ্য অফিসার এএসএম কবীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল,অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী,নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আজিজ, সাংবাদিক সুলতান মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।সহকারি তথ্য অফিসার মো: আতিকুর রহমান মুফতির সঞ্চালনায় সেমিনারে পাওয়ার প্রেজেন্টারে তথ্য উপস্থাপন করেন খুলনা পিআইডি অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মেহেদী হাসান। বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ এখন সময়ের দাবি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের পর ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে এই দেশ।বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা এ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.